চট্টগ্রাম বন্দরের আমদানি কন্টেনারগুলো অফডকে স্থানান্তর করে ডেলিভারি প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। গতকাল বুধবার এক চিঠিতে তিনি উল্লেখ, আমরা বিভিন্ন সময়ে বলে আসছি যে, চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের লাইফ লাইন। এ বন্দর দিয়েই দেশের প্রয়োজনীয় ৯৫ শতাংশ আমদানি কার্যক্রম সম্পন্ন হয়। এই বন্দর জট মুক্ত থাকলে বন্দর কর্তৃপক্ষ যেমন বেশি আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করতে পারবে, সেই সাথে বন্দরের আয়ও প্রচুর বাড়বে। আপনি জানেন, বন্দরকে সহায়তা করার জন্য দেশে ইতিমধ্যে ১৯টি অফডক চালু হয়েছে। এ লক্ষ্যে আমরা বলে আসছি, চট্টগ্রাম বন্দরের আমদানি কন্টেনারসমূহ অফডকে স্থানান্তর করে ডেলিভারি প্রদান করলে তবেই চট্টগ্রাম বন্দর জটমুক্ত হবে। তাই চট্টগ্রাম বন্দর থেকে আমদানি কন্টেনারসমূহ অফডকে স্থানান্তরের নির্দেশনা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।