ফটিকছড়িতে বাসা ভাড়া নিয়ে গাঁজার ব্যবসা, গ্রেপ্তার ১

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৫:৩৭ অপরাহ্ণ

ফটিকছড়ি থানার পৌরসভা এলাকায় বাসা ভাড়া নিয়ে গাঁজা কেনাবেচার অভিযোগে মো. রুহুল আমিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ওই বাসা থেকে উদ্ধার করা হয় ৩২ কেজি গাঁজা।

গ্রেপ্তার রুহুল আমিন ফরিদপুর আলফাডাঙ্গা থানার জয়দেবপুর এলাকার নজরুল মোল্যার ছেলে।

র‌্যাব-৭ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক ব্যবসায়ী রহুল আমিন ফটিকছড়ি পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড এলাকায় একটি বাসায় মাদকের কারবার করতো।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সোয়া ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসায় কৌশলে রক্ষিত রাখা সাদা কসটেপ দ্বারা মোড়ানো বস্তায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ আরও জানান, রহুল আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ওই বাসা গোডাউন হিসেবে ব্যবহার করত। পরে তা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান নগরীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবান্দরবানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার