বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্বে জয় দিয়ে শুরু করেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম জেলা দল ২১ রানে ব্রাহ্মনবাড়িয়া জেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করে। যদিও এই ম্যাচে জিততে বেশ বেগ পেতে হয়েছে চট্টগ্রাম জেলা দলকে। দলের ব্যাটাররা খুব বেশি ভাল করতে না পারলেও বোলাররা দুর্দান্ত করেছে। যার ফলে জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল ১৬ রানে প্রথম উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে প্রিয়ম এবং আফ্রিদি মিলে ৬৪ রান যোগ করে। কিন্তু এজুটি ভাঙ্গার পর মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারের ব্যাটাররা সুবিধা করতে পারেনি মোটেও। ফলে বড় ইনিংস গড়ার ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত তা পারেনি চট্টগ্রাম জেলা দল। ৪৩.৪ ওভারে ১৫৯ রানে অল আউট হয় চট্টগ্রাম । দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে আফ্রিদি। ৫টি চার এবং একটি ছক্কায় সাজানো তার ইনিংসটি। এছাড়া অন্যান্যের মধ্যে প্রিয়ম ২১ এবং ফারহান ১৫ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তারেক, রিফাত, আবির এবং নায়িফ। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাহ্মণবাড়িয়া দলের দুই ওপেনার ২৭ রান তুলে নেয়। তবে চট্টগ্রাম জেলা দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখে পড়ে লক্ষ্যের দিকে এগুলেও শেষ পর্যন্ত আর লক্ষ্যে পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে ১৩৮ রান করে অল আউট হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে হাসান। এছাড়া সাদমান ২৩, আপন ১০, শিমুল ২৪ এবং তারেন করে ১৪ রান। চট্টগ্রাম জেলা দলেল পক্ষে ২০ রানে ৩টি উইকেট নিয়েছে সামি। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে ইব্রাহিম এবং আফ্রিদি। একটি করে উইকেট নিয়েছে প্রিয়ম এবং ফারহান।