কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ কেপিএম ব্রিকফিল্ড মাঠে গতকাল মঙ্গলবার তরুণ সংঘ আয়োজিত বিজয় দিবস উন্মুক্ত নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্যাহ প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ওসি মোহাম্মদ মাসুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ–সভাপতি ডা. রহমত উল্যাহ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী, কেপিএমের জিএম (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন, জিএম (অপারেশন) মো. মইদুল ইসলাম, কেপিএমের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ এবং প্রধান প্রকৌশলী আবুল কাশেম রনি। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট উদযাপন কমিটির আহবায়ক মো. শাখের হেসাইন ও সদস্য সচিব ইসমাইল হোসেন লিটন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামশুজ্জামান চৌধুরী রকি। বিজয় দিবস উন্মুক্ত নকআউট ফুটবল টুর্নামেন্টে মোট ১৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ক্লাব ওয়ান হানড্রেডকে টাইব্রেকারে ৪–৩ গোলে পরাজিত করে সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ। খেলা পরিচালনা করেন মুক্তি সাধন বড়ুয়া। সহযোগিতায় ছিলেন দেলোয়ার হোসেন এবং মো. আল আমীন। ধারাভাষ্যে ছিলেন ওসমান গণি তনু এবং মো. হাবিবুর রহমান।