লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

চোটের কারণে টেস্ট ও ওয়ানডে দলে ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বদলে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টিটোয়েন্টিতেও নেই শান্ত, তবে এই ফরম্যাটে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। তাকে নেতৃত্বে রেখে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সিরিজে নতুন মুখ হিসেবে আছেন রিপন মণ্ডল। এনসিএল টিটোয়েন্টি খেলতে তিনি ছিলেন সিলেটে। এখন ক্যারিবিয়ার বিমান ধরবেন তিনি। এছাড়া ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও। আগামী ১৬ ডিসেম্বর টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ও ২০ ডিসেম্বর হবে পরের দুই ম্যাচ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।

টিটোয়েন্টি স্কোয়াড : লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলার অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই কার্যক্রম ১৪ ও ১৫ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় বিজয় দিবস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন