চট্টগ্রাম জেলার অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই কার্যক্রম ১৪ ও ১৫ ডিসেম্বর

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ অনূর্ধ্ব১৫ জাতীয় ফুটবল লিগে অংশ নেবে চট্টগ্রাম জেলা ফুটবল দল। দল গঠনকল্পে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর চট্টগ্রাম আউটার স্টেডিয়াম মাঠে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলার স্থানীয় ফুটবল খেলোয়াড়দের আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর সকাল ৯.৩০টায় আউটার স্টেডিয়াম মাঠে চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার মোহাম্মদ আবু বকর ছিদ্দিকের নিকট খেলার সরঞ্জাম সহ রিপোর্ট করতে বলা হয়েছে। যে সকল খেলোয়াড়ের জন্ম তারিখ ০১০১২০১০ হতে ৩১১২২০২৪ এর মধ্যে শুধুমাত্র তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। খেলোয়াড়দের বয়স বাছাইয়ের খেলোয়াড়ের অনলাইন ভেরিফাইড জন্মসনদ, ছবি, খেলোয়াড়ের পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্যদেরকেও উক্ত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফেডারেশন কাপে আবাহনীর জয়ের দিনে মোহামেডানের হার
পরবর্তী নিবন্ধলিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা