লাল গোলকের স্বাধীনতা

এমরান চৌধুরী | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

শঙ্খপাড়ের কিশোর আমি শঙ্খপাড়ে বাড়ি

সেই বাড়িটির দখিন দিকে গুবাক তরুর সারি

উঠোন জুড়ে শিমের মাচান, মাচানভরা লাউ

সাঁঝের বেলা ভিড়ত ঘাটে অচিন পুরের নাও।

এই বাড়িটি মায়ের স্মৃতি বাবার চোখের আলো

যদিও তা দেখতে তেমন ছিল না জমকালো

মা ছিল না, বাবার কাছে আমরা দুটি ভাই

সময়মতো ঠিকই পেতাম মায়ের আদরটাই।

শঙ্খপাড়ের এ পাড়াতে আচানক একদিন

মানব নামের দানব নেমে সব করে দেয় লীন

ছাইয়ের মতো কী ছিটিয়ে লাগায় আগুন দোরে

সে আগুনে দানব হাসে মানব মরে পোড়ে।

বাবা ছিলেন মুক্তিনাকি পোড়াতে তার ঘর

তার জন্যে দিলো পুড়ে হাজারো অন্তর

চিকন চাকন লাউয়ের ডগা সব পুড়ে হয় ছাই

চালার ফাঁকের ময়নাগুলো পায় না খুঁজে ঠাঁই।

পূর্ববর্তী নিবন্ধপতাকা আমার
পরবর্তী নিবন্ধসবুজে বুকে লালটুকু মিশে