স্বাধীনতায়

কেশব জিপসী | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৮ পূর্বাহ্ণ

আমরা সবাই বাঙালি, এই

বাংলা আমার দেশ,

বাংলা আমার রাষ্ট্র ভাষা

নেই তো সুখের শেষ।

রাজা, মন্ত্রী, উজির, নাজির

এ মাটির সন্তান,

সবার শ্রম ও ভালবাসায়

বাড়ছে দেশের মান।

হাজার যুগের কৃষ্টি যতো

জাতির অহংকার,

খুব মমতায় করছে লালন

যেমনটি সখ যার।

স্বাধীনতায় লক্ষ শহিদ

জাতীর আছে ঋণ,

তাঁদের নুয়ে করছি শপথ

আনবো যে সুদিন।

পূর্ববর্তী নিবন্ধখোকার রক্ত দামে
পরবর্তী নিবন্ধপতাকা আমার