হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব

| বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

  1. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। বিএফআইইউ থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ তথ্য চাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা। খবর বিডিনিউজের।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট ভারতে চলে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। এর মধ্য দিয়ে টানা ১৬ বছর আওয়ামী লীগ শাসনের অবসান ঘটে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় একদিনে দুই লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধগুম ও নির্যাতনের বিচার দাবিতে হাটহাজারীতে মানববন্ধন