পটিয়ায় একদিনে দুই লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

পটিয়ায় একদিনে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল পৌরসভার ইন্দ্রপুল ও উপজেলার চরকানাই থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা সদরের ইন্দ্রপুল এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। মরদেহের আনুুমানিক বয়স ৭৫ বছর। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানায়, সোমবার রাত আনুানিক ৯ টার দিকে ইন্দ্রপুল এলাকার রাজমুকুট কমিউনিটি সেন্টারের পাশে একটি লবণের গোডাউনের সামনে হঠাৎ অসুস্থ হয়ে ওই বৃদ্ধ ফুটপাতের উপর শুয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে মূমুর্ষূ অবস্থায় দেখতে পান। পরবর্তীতে আনুমানিক রাত ১২টার পর থেকে সকাল ৯টার মধ্যে যেকোনো সময়ে তিনি মারা যান বলে ধারণা করা যাচ্ছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃত ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে প্রতিয়মান হয়েছে। ওই বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য কাজ করা হচ্ছে।

এদিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকনাই গ্রামের ৬নং ওয়ার্ডে মমতা ডেইরি ফার্মের পেছনে বেড়িবাঁধের স্লুইচ গেটে পানি থেকে বদিউল আলম (৫৫) নামে অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বদিউল আলম হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত অলি আহমদের ছেলে। তিনি পেশায় বাবুর্চির সহকারী হিসেবে কাজ করার পাশাপাশি এলাকায় ছাগল ও মুরগির ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবারের সূত্রে জানা যায়, বদিউল আলম বাড়ির পাশে চলমান স্লুইচ গেট নির্মাণ কাজের দারোয়ান হিসেবে রাতে কাজ করে আসছিলেন। এর মধ্যে রবিবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তার মাথা ও মুখসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার পরিবারের ধারণা, হয়তোবা রাতে কোন চোর বা ডাকাতের দল তাকে মারধর করে হত্যা করেছে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনকে মানসিক ভারসাম্যহীন বলে ধারনা করা হচ্ছে। অন্যজনের বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত
পরবর্তী নিবন্ধহাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব