চট্টগ্রাম বন্দর অভ্যন্তর থেকে আমদানিকৃত কম্পিউটার সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় একজন কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। গতরাত সাড়ে ৯টা নাগাদ বন্দরের নিরাপত্তা রক্ষীরা উক্ত চালককে আটক করেন।
সূত্র জানায়, জিয়ান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যান চালক মোহাম্মদ ফখরুল ইসলাম (৩১) কাভার্ড ভ্যানের নিচে কৌশলে লুকিয়ে কম্পিউটার সামগ্রী বের করে নিয়ে যাওয়ার সময় বন্দরের দুই নম্বর গেটে দায়িত্বরত নিরাপত্তা রক্ষীরা আটক করেন। উদ্ধারকৃত কম্পিউটার দ্রব্য সামগ্রীর মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা।
উল্লেখ্য উক্ত কম্পিউটার সামগ্রীগুলি গতকাল জে আর ইয়ার্ড এ কায়িক পরীক্ষা করা হচ্ছিল। এ সময় কৌশলে উক্ত স্থান হতে কম্পিউটার সামগ্রীগুলি চুরি করে তিনি কাভার্ডভ্যানের নিচে লুকিয়ে রাখেন। ড্রাইভারের বিরুদ্ধে মামলা রুজু এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে জে আর ইয়ার্ড এ কায়িক পরীক্ষা করার সময় দায়িত্বরত এস এস ট্রেড ইন্টারন্যাশনালের জেটি সরকার মোহাম্মদ সাইফুল ইসলাম উক্ত কম্পিউটার সামগ্রী গুলোর প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হন বিধায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হচ্ছে।