৭৯ নাবিকসহ দুই নৌযান ভারতে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

“এফভি মেঘনাতে ক্রু ও জেলে মিলিয়ে মোট ৩৭ জন এবং লায়লাতে ছিল ৪২ জন”

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৪:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ নাবিকসহ মাছ ধরার দুটি ফিশিং ট্রলার ভারতীয় কোস্ট গার্ড ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

খুলনার হিরণ পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে গতকাল সোমবার দুপুরে তাদের ধরে নিয়ে যাওয়া হয় মালিকপক্ষ এবং নৌপরিবহন অধিদপ্তরের তরফে জানানো হয়েছে।

ওই নৌযান দুটি হল- এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। এফভি মেঘনা-৫ এর মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড। এফভি লায়লার মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং।

সিঅ্যান্ডএ অ্যাগ্রোর নির্বাহী পরিচালক সুমন সেন সাংবাদিকদের বলেন, গতকাল (সোমবার) দুপুরের দিকে জাহাজ দুটি হিরণ পয়েন্টের কাছে বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করছিল। ওই সময় ভারতীয় কোস্ট গার্ডের একটি জাহাজ এসে তাদের আটক করে নিয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি।

সুমন সেন বলেন, খবরটি পাওয়ার পর আমরা বাংলাদেশ কোস্ট গার্ড, প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করেছি। এফভি মেঘনাতে ক্রু ও জেলে মিলিয়ে মোট ৩৭ জন এবং লায়লাতে ৪২ জন ছিল বলেও তিনি জানান।

নাবিকদের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তারা সবাই ভালো আছে। তাদের সর্বশেষ অবস্থান জানাতে না পারলেও নৌযান দুটি সমুদ্রেই ভাসমান অবস্থায় রয়েছে বলে ভাষ্য সুমন সেনের।

নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম সাংবাদিকদের জানান, ভারতের সমুদ্রসীমার কাছ থেকে জাহাজ দুটি আটক করে নিয়ে গেছে। কোস্ট গার্ডসহ সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওই দেশের সাথে যোগাযোগ করছে। আমরা বিষয়টি নজরে রেখেছি।” কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, বিষয়টি তারা জেনেছেন।

পূর্ববর্তী নিবন্ধদাঙ্গা-হাঙ্গামা করে মেলা করার প্রয়োজন নেই : ডিসি
পরবর্তী নিবন্ধ৮০০ কেজি ওজনের এক হাজার বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার