পোর্ট সিটি ভার্সিটিতে মহানবীর (স.) জীবনচরিত বিষয়ক সেমিনার

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহানবী হযরত মুহাম্মদ (.) এর জীবনচরিত বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার এবং বিশেষ বক্তা ছিলেন একই বিভাগের প্রফেসর ড. . . . আব্দুল কাদের। অনুষ্ঠানে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ নিয়ে বিশদভাবে আলোচনা করেন। এ সময় তারা বলেন, রাসূল (সা.) বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারী হিসেবে পথ দেখাবে। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরল আনোয়ার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দসহ শিক্ষকশিক্ষিকা, কর্মকর্তাকর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাহাত্তারপুল সমাজ কল্যাণ পরিষদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধহেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলাম হেফাজতের জন্য