বাংলাদেশ শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা চাপে ফেললেও শেরফান রাদারফোর্ড ও শাই হোপের ব্যাটে সহজ জয় পেয়েছে তারা। রোববার সেন্ট কিটসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান করে সফরকারীরা। ওই রান ১৪ বল আগেই তাড়া করে ধরেছে ক্যারিবীয়রা। টস জিতে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে গিয়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সৌম্য ১৯, লিটন ৭ রান করেন। এরপর তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তানজিদ হাসান ৬০ বলে ৬০ রান করে আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন। তার বিদায়ের পর অধিনায়ক মিরাজ ওয়ানডে ক্যারিয়ারে নিজের পঞ্চম হাফ সেঞ্চুরি করেন ৭২ বল খেলে বল। মাঝে আফিফ হোসেন ২৯ বলে ২৮ রান করে আউট হয়ে যান। মিরাজ ১০১ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৭৪ রান করে সিলসের বলে রাদারফোর্ডের হাতে ক্যাচ দেন। তার বিদায়ের পর বাংলাদেশের হাল ধরেন জাকের আলি অনিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৪ বলে ৯৬ রানের জুটি ছিল তাদের। ৪০ বলে ৪৮ রান করে আউট হন জাকের। ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন রিয়াদ। রান তাড়ায় নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানে দুই উইকেট হারায় তারা। ব্রেন্ড কিং ৯ রান করে তানজিম হাসান সাকিব ও এভিন লুইস ৩১ বলে ১৬ রান করে আউট হন নাহিদ রানার বলে। পরে ২১ রান করে রিশাদ হোসেনের বলে আউট হয়ে যান কেসি কার্টি। ৯৪ রানে তিন উইকেট হারানোর পর রাদারফোর্ড শাই হোপের সঙ্গে ৯৩ বলে ৯৩ রানের জুটি গড়েন তিনি। ৮৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন হোপ। এরপর রাদারফোর্ড ৫৭ বলে ৯৫ রানের জুটি গড়েন জাস্টিন গ্রেবসের সঙ্গে। ৮০ বলে সাতটি চার ও আটটি ছক্কায় ১১৩ রান করেন রাদারফোর্ড। ৩১ বলে ৪১ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন গ্রেবস।