দীর্ঘ দেড় দশক ধরে তাবেদারী শাসনের অবসান ঘটলেও এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রশিবিরের সদস্যদের মূল ভূমিকা রাখতে হবে বলে জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী। গত ৮ ডিসেম্বর ছাত্রশিবির মহানগর দক্ষিণের বার্ষিক সদস্য বৈঠকে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে বার্ষিক সদস্য বৈঠক অনুষ্ঠিত হয়।
শাখার একটি মিলনায়তনে কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ বৈঠক শুরু হয়। মহানগর সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ইব্রাহীম হোসেন রনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগর দক্ষিণের সাবেক সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, হাফেজ আবদুল আজিজ মুহাম্মদ শোয়াইব, অ্যাডভোকেট রফিকুল হাসান লোদী, ইমরানুল হক, ডা. হাবিবুর রহমান, মোহাম্মদ ফায়েদ, নগর জামায়াতের অফিস সেক্রেটারি আবু হেনা মুহাম্মদ মোস্তফা কামাল, পাহাড়তলী থানা জামায়াতের আমির নুরুল আলম, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ইসলামী ছাত্রশিবির দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। দেশের যে কোন সংকট মোকাবিলায় অতীতের মত ছাত্রশিবিরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।