লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালির মাসিক সাধারণ সভা গত ৭ ডিসেম্বর নগরীর রোজভ্যালি সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন খাজা মাইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন অ্যাড. কাজী আশরাফ আলী। প্রধান অতিথি ছিলেন পিডিজি লায়ন শাহ আলম বাবুল। সভায় আগামী ২৮ ডিসেম্বর বেগমগঞ্জ নোয়াখালীতে বিনামূল্যে চক্ষু শিবির, হুইল চেয়ার বিতরণ, সেলাই মেশিন বিতরণ, নাক–কান ফোড়ানো, খৎনা ক্যাম্প, গরিব শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, গরিব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তব্য রাখেন লায়ন এম. শওকতুল ইসলাম, লায়ন সৈয়দ মো. আইয়ুব, লায়ন রোকেয়া শিরিন, লায়ন খালেদা জেসমিন নুর, লায়ন মো. শহীদ সরোয়ার মেক্সিম, লায়ন মো. রকিবুদ্দিন বাহার চৌধুরী, লায়ন মির্জা মো. মনসুরুল হক, লায়ন অনিমেষ রায় চৌধুরী, লায়ন ফারাহ বেনজীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।