এবং আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্নকারীদের নিমজ্জিত করেছি। নিশ্চয় তারা ছিলো এক অন্ধ সম্প্রদায়।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭:৬৪) সূরা আল আ’রাফ।
যে আমার সুন্নাত পালনে বিমুখ হয়, সে আমার দলভুক্ত নহে।
– আল–হাদীস (ছগির)।
যে অল্প জানে সেই বার বার তার জানাকে পুনরাবৃত্তি করে।
– টমাস এডিসন।