বান্দরবানে ভেঙে পড়া বেইলি সেতু মেরামতের পর রুমা–বান্দরবান সড়ক যোগাযোগ চালু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে কৈক্ষ্যংঝিরি এলাকায় ভেঙে পড়া বেইলি সেতুটি মেরামত করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা।
রুমা উপজেলা পরিবহন শ্রমিক সমিতির লাইনম্যান নন্দন দেবনাথ বলেন, বেইলি সেতু ভেঙে রুমা উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ৩৬ ঘণ্টার মত বন্ধ ছিল। তবে সেনাবাহিনী ত্রুটিপূর্ণ সেতু মেরামতের পর বান্দরবান থেকে সরাসরি রুমা উপজেলা সড়ক যোগাযোগ চালু হয়েছে। বিকেলে রুমা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রীবাহী বাস ছেড়ে গেছে।
অভ্যন্তরীণ সড়ক পরিবহন মালিক সমিতির সহ–সভাপতি মো. জাফর উল্লাহ বলেন, কৈক্ষ্যংঝিরি বাজার এলাকার ভেঙে পড়া বেইলি সেতুটি মেরামতের পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলাবাসীদের দুর্ভোগ হচ্ছে বেইলি সেতুগুলো। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো ভেঙে আরসিসি পাকা সেতু নির্মাণ করা। বেইলি সেতুগুলো দ্রুত পাকা সেতুতে রূপান্তরের দাবি জানাচ্ছি।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, রুমা উপজেলা সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সড়কটির দায়িত্বে থাকা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা গত রোববার ভেঙে পড়া ত্রুটিপূর্ণ সেতুটি মেরামত করেছেন। উপজেলা সড়কগুলোতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো পর্যায়ক্রমে ভেঙে পাকা আরসিসি সেতু নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে রুমা ও রোয়াংছড়িতে বেশ কয়েকটি ভেঙে পাকা সেতু নির্মাণ করা হয়েছে।