অ্যাডভোকেট এ বি এম ফজলে রশীদ চৌধুরী হিরুর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে মরহুমের পুত্র ব্যারিস্টার সানজীদ এবং কন্যা সানজানা সকলের কাছে রুহের মাগফেরাত ও দোয়া কামনা করেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের বাসভবন এবং রাউজানস্থ গহিরার পৈতৃক বাসভবনে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরীর স্বামী এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা এ কে এম. ফজলুল কবির চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র হিসেবে পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন প্রথিতযশা রাজনীতিবিদ, স্বনামধন্য ব্যবসায়ী, প্রখ্যাত সমাজসেবক এবং আইনজীবী হিসাবে। তিনি ছিলেন চেয়ারম্যান,
দি রশীদস গ্রুপ এবং সাংগঠনিক বিভিন্ন গুরূত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। বিশেষ করে উল্লেখযোগ্য, প্রতিষ্ঠাতা প্রথম ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রেসিডেন্ট বাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষন ফোরাম, প্রতিষ্ঠাতা সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সদস্য এফবিসিসিআই, সার্ক এসএমই ফোরাম, যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড কংগ্রেস অফ ফ্যামিলিস, ইরানের আইইউএমডাব্লিউএন, বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট), সভাপতি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, কঙবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস্। তিনি মানুষের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং বহু জনকল্যাণকর সংগঠন প্রতিষ্ঠিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।