সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৬ অপরাহ্ণ

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”- এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিটির সহযোগিতায় সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম।

উপজেলা দুর্নীতি কমিটির সভাপতি মোহাম্মদ মুসার সভাপতিত্বে ও দুর্নীতি বিরোধী কমিটির সদস্য আবু জাফর মোহাম্মদ ছাদেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মছিউদ্দৌলা, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা, যুবাইদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির।

এছাড়াও বিএনসিসি ও স্কাউট দল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ইয়াবা নিয়ে স্ত্রী আটক, স্বামী পলাতক
পরবর্তী নিবন্ধচিকিৎসা সেবায় বিশেষ অবদান : শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন ডাঃ তাহমিনা