বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে কাটা হলো অন্তত অর্ধশতাধিক গাছ পালা। গাছগুলো কেটে ব্যাপক ক্ষতিসাধন করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বাহারচড়া ইউনিয়নের রত্নপুর ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবু ছালেক, সোলতান কবির, ফজলুল কাদের, ছেনোয়ারা ও রাশেদা বলেন, একই এলাকার এক প্রভাবশালীর নেতৃত্বে রাতের আঁধারে আমাদের বসতভিটার জালের ঘেরাবেড়া ও আম গাছ, কাঁঠাল গাছ, জামগাছ ও সুপারি গাছসহ অন্তত অর্ধশতাধিক গাছপালা কেটে ব্যাপক ক্ষতি সাধন করেছে।
তবে স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকেরা গাছপালা কেটে ক্ষান্ত হননি; তারা ভুক্তভোগী পরিবারের লোকজনকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ধমকি দেয়াতে ভুক্তভোগীরা প্রাণ বাঁচাতে তাদের আত্মীয় স্বজনদের ঘরে ঘরে রা কাটাচ্ছেন বলেও জানিয়েছে ভুক্তভোগীরা।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এ ভুক্তভোগীরা। এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল মাহমুদ জানান, দুপক্ষের দায়েরকৃত মামলা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে গাছপালা কাটার ঘটনার বিষয়ে আবু ছালেকের পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশ দুলাল।












