বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস স্কীল ডেভোলাপমেন্ট ক্লাবের উদ্যোগে ‘Higher Studies in Abroad শীর্ষক কর্মশালা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন রেজিষ্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ। ফ্যাসিলেটর ছিলেন চবি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিজনেস স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সায়েম মান্নান। প্রধান অতিথি বলেন, নিজেকে একজন শিক্ষিত সুনাগরিক এবং মানব সম্পদ কর্মী হিসেবে তৈরী করতে হলে উচ্চ শিক্ষার বিকল্প নেই। উচ্চ শিক্ষা গ্রহণের জন্য প্রতি বছর আমাদের অনেক শিক্ষার্থী বিভিন্ন দেশে লেখা পড়া করতে যান কিন্তু অনেকেই সুনির্দিষ্ট তথ্যের অভাবে যেতে ব্যর্থ হন অথবা প্রদত্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, তাই আমাদের আগেই জানতে হবে বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে হলে কি কি প্রয়োজন হবে। প্রতি বছর ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন দেশে গমন করেন তারই ধারাবাহিকতায় তোমরা যারা আগামী দিনে বিদেশে উচ্চ শ্ক্িষা গ্রহণ করতে যাবে তাদের জন্য আজকের এই ওয়ার্কশপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফ্যাসিলেটর অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ এবং তাদের বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য দ্বার উন্মোচন করে রেখেছে। কিন্তু আমাদের দেশের উচ্চ শিক্ষা গ্রহনে শিক্ষার্থীরা তাদের সম্বন্ধে খুব বেশী অবগত থাকেন না তাই যে দেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে যাবেন সেই দেশ ও সেই প্রতিষ্ঠান এবং তাদের শিক্ষার গুণগতমান এবং যাবতীয় স্কলারশীপের বিষয়ে জানার চেষ্টা করেন তাহলেই ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনরূপ বাধাগ্রস্ত হবেন না। প্রেস বিজ্ঞপ্তি।












