এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহরণ শিক্ষক সভা

| সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরীর কোতোয়ালী থানাধীন চন্দনপুরা এমদাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহরণ শিক্ষক সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছিদ্দিক আহমদ।

সিনিয়র শিক্ষক খুজিস্তা আকতারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক সুলতান সালাউদ্দিন কাদের। শুরুতে প্রার্থনা কবিতা আবৃত্তি করেন শিক্ষক জান্নাতুন নাঈম। আহরণ প্রসঙ্গ ও আহরণ ঘোষণাপত্র পাঠ করেন শিক্ষক কানিজ ফাতেমা ও সোহেলীয়া নাসরিন। সভায় উপস্থিত ছিলেন শিক্ষক রোকেয়া বেগম। রবীন্দ্র কাব্য থেকে নেওয়া আহরণ ভাবধারা পরিবেশন করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে সেমিনার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকাসহ আহত ৪