প্রয়াত সুরকার ও সংগীত শিল্পী লাকী আখান্দ বেশ কিছু গান সুর করে রেখে গেছেন। সেগুলোর মধ্যে একটি গান গাইলেন গায়ক ও সুরকার বাপ্পা মজুমদার। ‘ভবের নদী’ শিরোনামের গানটির কথা লিখেছেন গোলাম মোর্শেদ। সংগীত আয়োজন করেছেন বাপ্পা। গানে বাপ্পার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাঈদা শম্পা। খবর বিডিনিউজের।
‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগছে তার সুরে গানটির সংগীতায়োজন করতে পেরে। গীতিকার মোর্শেদ ভাইকে ধন্যবাদ গানটি আমাকে গাইতে দেওয়ার জন্য। গোলাম মোর্শেদ বলেন, লাকী ভাই গানটি অনেক আগেই সুর করে দিয়েছিলেন।
বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছেন। এরপর তার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছেন। এদিকে গজল ঘরানার বাংলা গান নিয়ে ‘অনুভব’ শিরোনামে নতুন অ্যালবামের কাজ করছেন বাপ্পা। ওই অ্যালবামের গানের সংখ্যা থাকবে আটটি।
সেগুলোর মধ্যে কেবল ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গান প্রকাশ হয়েছে। এছাড়াও গত কয়েক মাসে ‘শহরের চোখ’, ‘এক কাপ চা’ সহ একের পর এক গান প্রকাশ করে ব্যস্ত সময় পার করছেন শিল্পী।