চন্দনাইশে পরপর দুই রাতে ৬ জন কৃষকের ১০টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। গত শনিবার গভীর রাতে উপজেলার বরমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মাইগাতা গ্রামে এবং এর আগে শুক্রবার রাতে চন্দনাইশ পৌরসভার ৩ নং ওয়ার্ড বিশ্ব বাবুর বাড়ি ও সিকদারপাড়ায় এসব চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১৮ থেকে ২০ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি করেছেন। বরমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন টিপু জানান, গত শনিবার গভীর রাতে চোরের দল হানা দিয়ে এলাকার জুলন সেনের গোয়াল ঘর থেকে ২টি, কার্তিক সেনের গোয়াল ঘর থেকে ২টি এবং প্রিয়তোষ চক্রবর্তীর গোয়ালঘর থেকে ১টি গরু নিয়ে যায়। সকালে তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে বিষয়টি জানতে পারেন।
পৌরসভার ৩ নং ওয়ার্ডের অভি বিশ্বাস জানান, শুক্রবার গভীর রাতে চোরের দল বিশ্ব বাবুর বাড়ি ও সিকদার পাড়ায় হানা দেয়। ওই রাতে রিটু পান্দন ব্রহ্মচারীর গোয়ালঘর থেকে ২টি, তরুণ সিকদারের গোয়ালঘর থেকে ২টি এবং উজ্জল বিশ্বাসের গোয়ালঘর থেকে ১টি গরু নিয়ে যায় চোর। পরপর ২ রাতে ১০টি গরু চুরি হওয়ায় উপজেলার গরু লালনপালনকারী কৃষক ও খামারিদের মধ্যে আতংক বিরাজ করছে।
তবে গরু চুরির ব্যাপারে কোনো ধরনের অভিযোগ পাননি বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।