কেউ হারালো দিক্–ঠিকানা
কেউ হারালো হুঁশ
কেউবা আবার চুষতে থাকে
মিষ্টি লেবেনচুষ।
লেবেনচুষের কাঠি–
দেয় ইশারা, চিনিয়ে দেয়
দিক্হারাদের ঘাঁটি।
২.
কেউ বা আছে পুলসিরাতের
পুলে–
একটু এদিক ওদিক হলেই
দিক্ পাবে না কূলে।
আজকে হয়তো বেঁচে আছে
কাল হারাবে মূলে।
মেনে নেওয়া কঠিন হলেও
মানতে হবে সব
চালিয়ে নিন জ্বালিয়ে রাখুন
মনের কলরব।