পেকুয়ায় সৈনিক লীগ সভাপতি গ্রেফতার

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদলের সভাপতির দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় রাজাখালী ইউনিয়ন সৈনিক লীগ সভাপতি মোহাম্মদ ফোরকানকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া মৌলভী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মারামারি নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ফোরকান রাজাখালী টেকঘোনা পাড়া এলাকার কবির হোছাইনের পুত্র।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গতরাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ৬ আগ্নেয়াস্ত্র, ব্যবসায়ী খালেকসহ আটক ৩
পরবর্তী নিবন্ধফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সহায়তা