সিভা-ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

সিভাফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল ও শিশু বিকাশ ইন্সটিটিউট চিলড্রেন উইথ স্পেশাল নিডস ডিপার্টমেন্ট অফ সিভা এর যৌথ আয়োজনে ৮ম সিভা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সিভা স্কুলের শিশু, কিশোরদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে পরিবেশনায় ছিলনৃত্য, সংগীত, ম্যাজিক শো, আবৃত্তিসহ অন্যান্য সৃজনশীল বিষয়। স্কুলের তিন শতাধিক অভিভাবক এতে উপস্থিত ছিলেন। শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিভার ফাইন আর্ট শিক্ষিকা পৃথ্বীষা বৈদ্য এর কিউরেটিংয়ে শিশুদের ১০০ এর বেশি শিল্পকর্ম নিয়ে আর্ট গ্যালারিতে শুরু হয়েছে বার্ষিক চিত্র প্রদর্শনী। যা চলবে আজ রবিবার পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সিভার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান মুরাদ বলেন, চট্টগ্রামে সিভা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আছে ইনক্লুসিভ শিক্ষার পরিবেশ। সিভা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা চিলড্রেন উইথ স্পেশাল নিডস ডিপার্টমেন্ট প্রতিষ্টা করে এই পর্যন্ত ১৫০০ এর অধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অত্যন্ত সফল্যের সাথে বিভিন্ন থেরাপি ও প্রাকপ্রাথমিক শিক্ষা আমরা নিশ্চিত করেছি। সিভার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাত জাহান মিশু শুভেচ্ছা বক্তব্যে বলেন, সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের প্রাকপ্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলো আনন্দময় ও শিশুবান্ধব পরিবেশে বিভিন্ন খেলা, এক্টিভিটি ও কাজের মাধ্যমে শিশুকে আনন্দের মাধ্যমে শেখানো; যেন শিশুরা পড়াশুনাকে চাপ মনে না করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা ও চট্টগ্রাম মাশিশু হাসপাতাল ও মেডিকেল কলেজ পেডিয়াট্রিক্স বিভাগীয় প্রধান ডাক্তার প্রফেসর মাহমুদ এ চৌধুরী আরজু, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ, কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডা. এস এম সারওয়ার আলম। বক্তব্যের পর ‘সিভাফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুল’ ২০২৪ সালে প্রাকপ্রাথমিক শিক্ষা সফল ভাবে শেষ করা শিশুদের ও প্রদর্শনীতে অংশগ্রহন করা শিশুদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ৪ জন আটক
পরবর্তী নিবন্ধমুসলমানদের হৃদয় জয় করুন