দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে ১৭ ডিসেম্বর থেকে মীরসরাইয়ে কুঠির শিল্প মেলা

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৮:০৮ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা সদরস্থ স্টেডিয়ামে কুঠির শিল্প ও বাণিজ্য মেলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। চট্টগ্রামের জেলা প্রশাসকের অনুমতিক্রমে দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে আগামী ১৭ ডিসেম্বর থেকে উক্ত মেলা উদ্বোধনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান সংস্থার সভাপতি মোশাররফ হোসেন মাসুদ।

তিনি বলেন, মেলায় দেশীয় কুঠির শিল্পের পণ্য, তাঁত পণ্য, শিশু বিনোদনসহ শিক্ষণীয় বিভিন্ন উপকরণের সমন্বয় করা হবে। মেলার অনুমতি বিষয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মীরসরাই থানা ও জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাটোরে সভামঞ্চে পলকের শ্যালিকা, বিএনপি নেতাকে শোকজ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার