বিয়ে করলেন ‘বাজে স্বভাব’র গায়ক

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

কথা হবে, দেখা হবে/ প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসাআসি আর হবে না’এমন কথামালায় সাজানো গানের শিরোনাম ‘বাজে স্বভাব’। গানটি দিয়ে সবার নজর কাড়েন গায়ক রেহান রাসুল। ৬ বছর আগে প্রকাশিত গানটির ইতোমধ্যেই ইউটিউবে ৫৩ মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। এরপর রেহান কণ্ঠ দিয়েছেন বেশ কিছু গানে। খবর বাংলানিউজের।

যা শ্রোতামহলে হয়েছে প্রশংসিতও। এবার নতুন গানের খবর নয়, শিল্পী জানালেন বিয়ে করেছেন তিনি। গত শুক্রবার রাতে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন রেহান রাসুল। স্ত্রীর সঙ্গে একটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লেখেন, বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য। জানা গেছে, রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম।

পরিবারের সবাই তাকে বৃষ্টি নামে ডাকেন। আর রেহানের লালমাটিয়ার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রেহানের কথায়, এক বছরের প্রেম আমাদের। পরিচয় ২০১৬ সালে। একসঙ্গে আমরা তখন এবিসি রেডিওতে কাজ করেছি।

বৃষ্টি তখন ছয়সাত মাস কাজ করেছিল প্রযোজক হিসেবে। তখন অবশ্য ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল না। ছিল শুধু বন্ধুত্ব। ২০২৩এ এসে আমাদের আরেকটা আড্ডা হওয়া শুরু করে। ২০২৪ এর শুরু থেকে প্রেম। তারপর বিয়ে করে ফেললাম।

গায়ক জানান, সাদিয়া ইসলামের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সমপ্রতি। গতকাল সেই সুখবরটি প্রকাশ্যে এনেছেন শুধু। এর কারণ প্রসঙ্গে রেহান বলেন, আমরা বিয়েতে কোনো অনুষ্ঠান করিনি। আত্মীয়স্বজন কাউকে জানানোও হয়নি। দুই পরিবারের অভিভাবকপর্যায়ে মাত্র কয়েকজন উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসিরিজ হারলো বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধশিল্পকলায় জাতীয় যন্ত্রসংগীত উৎসব আজ