গায়ানায় খেলে দারুণ উপভোগ করেছেন পেসার তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের দল রংপুর রাইডার্স তো ছিলই, গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে এবার এদেশের ক্রিকেটের প্রতিনিধি ছিলেন আরেকজন। গায়ানার টুর্নামেন্টে স্থানীয় দল গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্সে খেলেছেন তানজিম হাসান সাকিব। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলে দারুণ উপভোগ করেছেন বলে জানালেন তরুণ এই পেসার। টুর্নামেন্টে গায়ানার চার ম্যাচের সবকটিতে খেলেছেন তানজিম। প্রথম ম্যাচে ২০ রানে তার শিকার ছিল দুই উইকেট। পরের ম্যাচে একটু খরুচে বোলিংয়ে ৩৪ রানে নেন এক উইকেট। পরের ম্যাচে এক উইকেট নেন ২৬ রান দিয়ে। শেষ ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে সৌম্য সরকারের স্টাম্প উপড়ে দেওয়ার পর খুশদিল শাহর উইকেটও নেন তিনি। সব মিলিয়ে চার ম্যাচে ছয় উইকেট তার ওভারপ্রতি ৬.৫৩ রান দিয়ে। দেশের বাইরের লিগে প্রথম অভিযানে যথেষ্টই উজ্জ্বল পারফরম্যান্স। এরমধ্যে গায়ানা থেকে সেন্ট কিটসে গিয়ে তিনি যোগ দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডের সঙ্গে। প্রস্তুতি নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য। অনুশীলনের ফাঁকে বিসিবির ভিডিও বার্তায় তিনি শোনান গ্লোবাল সুপার লিগের অভিজ্ঞতা। গ্লোবাল সুপার লিগ আমার প্রথম দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। খুব উপভোগ করেছি সেখানে। আমার সতীর্থরা খুবই সহায়তাপরায়ণ ছিল। ভিন্ন এক অভিজ্ঞতা ছিল সেখানে। ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান, ভালো বল সব জায়গাতেই ভালো বল। আমি শুধু ধরে রাখার চেষ্টা করেছি যে ভালো বল করব। যদিও আশানুরূপ ফলাফল আমরা করতে পারিনি, তবে আমি খুবই উপভোগ করেছি ওখানে।’

জাতীয় দলের জার্সিতে তানজিমকে সবশেষ দেখা গেছে গত অক্টোবরে ভারত সফরে টিটোয়েন্টি সিরিজে। দুই ম্যাচ খেলে পাঁচ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন সেখানে। পরে দেশে ফিরে জাতীয় লিগে সিলেটের হয়ে একটি ম্যাচ খেলার পর চোটে পড়েন। পরে পুনবার্সন প্রক্রিয়া শেষে ফিটনেস পরীক্ষায় উতরেই গায়ানায় যাওয়ার অনুমতি পান তিনি। এখন চোটের ছায়া আর একটুও নেই বলেই জানালেন ২২ বছর বয়সী পেসার। ‘ছোট একটা ইনজুরির পর এখানে এলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে ইনজুরির পর এসেছি। খুব ভালো অনুভব করছি। শরীর ঠিকঠাক আছে। মানসিকতা এখন অনেক ভালো আছে।’

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় শোচনীয় হারের মুখে ভারত
পরবর্তী নিবন্ধওয়েলিংটনে হ্যাটট্রিকে অ্যাটকিনসনের ইতিহাস