শিক্ষায় সকল শিশুর সম সুযোগ ও অনুকূল পরিবেশ তৈরি করতে হবে

জেএসইউএসের মতবিনিময়ে বক্তারা

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৭:৪২ পূর্বাহ্ণ

যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) আয়োজিত ও অন্তর্ভূক্তিমূলক শিক্ষা ঃ অংশীজনের প্রত্যাশা শীর্ষক মতবিনিমিয় সভায় প্রধান অতিথির জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার শাহীদ ইশরাক বলেছেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশে নিশ্চিতকরণে সকল স্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভেদে সমসুযোগ ও অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষায় সকল শিশুর সম সুযোগ ও অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

নগরীর থিয়েটার ইনস্টিটিউটস্থ গ্যালারি হলে সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে পরিচালক কবি সাঈদুল আরেফীন স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়া সরকার। দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম, আবদুর রব, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহীদুল আলম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বাকবিশিস সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম। মূল প্রবন্ধ পাঠ করেন গণসাক্ষরতা অভিযানের উপকার্যক্রম ব্যবস্থাপক সামছুন নাহার বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম, আবদুর রব। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হলো সকল শিক্ষা কর্মসূচির সূতিকাগার। প্রাথমিক শিক্ষা ব্যবস্থয় সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া, প্রাথমিক শিক্ষায় সকল স্তরের মানুষের শিক্ষার প্রসারে কাজ করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক বিপুল বড়ুয়া, অনিন্দ্য টিটো, হামিদুল হক, আনিস আহমেদ খোকন, রিংকু ভট্টাচার্য, মল্লিকা বড়ুয়া, নজরুল ইসলাম, মামুন আল রশিদ,উচে মারমা, রানা তঞ্চজ্ঞ্য, পারমিতা দাশ প্রমূখ। উপস্থিত ছিলেন সাংবাদিক কাশেম শাহ, মুনজিলুর রহমান, নাজমা খালেদা, ভাস্কর বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুইটি, নাসরিন আক্তার, শান্তা মল্লিক প্রমুখ। সভায় বক্তাগণ নানা বিষয়ে সুপারিশমালা পেশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার প্রসার ও ক্ষমতায়নের মাধ্যমে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা করতে হবে
পরবর্তী নিবন্ধদেশ নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান