শহীদ জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্ত:ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার শহীদ জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্ত:ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। লায়ন সালাউদ্দীন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দীন চেয়ারম্যান। উদ্বোধক ছিলেন মোহাম্মদ শরিফুল ইসলাম তুহিন। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী উপজেলা প্রকল্প কর্মকর্তা গোলাম হোসেন। বিশেষ বক্তা ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বল। বক্তব্য দেন, মোহাম্মদ হারুন চৌধুরী, গাজী মোরশেদ উল আলম, শাহাব উদ্দীন, মোহাম্মদ শাহাবউদ্দিন, শফিউল আলম বাবু, আকতার হোসেন ভূট্টো, আজম, সোলমান প্রমুখ। কামাল উদ্দীন টিটু স্মৃতি ফুটবল একাদশ ১০ গোলে মুসলিম উদ্দীন চৌধুরী স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে । বিজয়ী ও পরাজিত দলকে পুরস্কার প্রদান করা হয়েছে ব্যারিস্টার মীর হেলালের পক্ষ থেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরক্ত দিন, জীবন বাঁচান
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ম্যাথু ফোর্ড ও জোসেফকে পাচ্ছেনা উইন্ডিজ