আজ প্রয়াসের ১৬তম বর্ষপূর্তি

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের ১৬তম বর্ষপূর্তি এবং প্রয়াস অ্যওয়ার্ড ২০২৪ আজ শনিবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম.. মালেক।

বিশেষ অতিথি থাকবেন প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। মুখ্য আলোচক থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রকৌশলী মোমিনুল হক। অনুষ্ঠান পরিচালনা করবেন প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন এবং সভাপতিত্ব করবেন বর্তমান সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপ্পী।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, ১৬তম বর্ষপূর্তির চেয়ারম্যান লায়ন হুমায়ূন কবির, কোচেয়ারম্যান ডা. এম ওয়াই এফ পারভেজ এবং সদস্য সচিব সারিস্ত বিন্তে নূর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নিহত
পরবর্তী নিবন্ধদ্বীন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের এগিয়ে আসতে হবে