আন্তর্জাতিক লিও দিবস উদযাপন ও প্রাক্তন লিও জেলা সভাপতিদের সম্মাননা

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে আন্তর্জাতিক লিও দিবস। আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের যুব সংগঠন লিও জেলা ৩১৫বি৪ এর উদ্যোগে ৬৭তম আন্তর্জাতিক লিও দিবস ৫ ডিসেম্ভর চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনস্থ হালিমা রোকেয়া হল পালন করা হয়। একই সাথে লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা সভাপতিবৃন্দদের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে এর সভাপতিত্বে এবং লিও দিবস এবং প্রাক্তন জেলা সভাপতি সম্মাননা প্রদান অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লিও পৃথা পারমিতা রায় এবং মেম্বার সেক্রেটারি লিও তরিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। উপস্থিত ছিলেন ১ম জেলা গভর্নর লায়ন মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ অপু, লায়ন মোঃ মোস্তাক হোসেন, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট জিএলটি লায়ন জাহানারা বেগম, এলসিআইএফ লায়ন মোঃ হুমায়ুন কবির, লায়ন হাসিনা খান, লায়ন রাজিব সিংহ, লায়ন পারভিন মাহমুদ, লায়ন তারেক কামাল, লায়ন আশরাফ আলী আশুলায়ন তারেক কামাল, লায়ন আশরাফ আলী আশু, জেডসি১ লায়ন মোঃ কামরুজ্জামান, লিও ইয়ুথ এক্সেঞ্জ লায়ন শাহ জালাল এবং প্রাক্তন সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন সুরজিত সাহা মিটু, হুমায়ুন কবির, ডাঃ মাসবাহ উদ্দিন তুহিন, প্রাক্তন সভাপতি ও লিও ক্লাবস চেয়ারম্যান মোঃ বদিয়ার রহমান, শাহজাদা গাজী মোঃ গাজনবী, মোঃ মামুনুর রশিদ মামুন, এস এম কামরুল ইসলাম পারভেজ, মোঃ হেলাল উদ্দিন, আবু নাছের রনি, মোঃ আবুল খায়ের, জিইটি কোঅর্ডিনেটর ও প্রাক্তন সভাপতি মোঃ আনিসুল হক চৌধুরী, মোঃ ওবিদুর রহমার, মোঃ সাইফুল করিম আরিফ, আনোয়ারুল ইসলাম চৌধুরী, আফিফা ইসলাম, ইরফান মোস্তফা, আতিক শাহরিয়ার সাদিফ, লিও জেলার সহসভাপতি লিও ইরফান উদ্দিন, সচিব লিও সিফাতুল ইসলাম, কোয়াধক্ষ লিও সিরাজুল করিম।

আরও উপস্থিত ছিলেন লায়ন জেলার নেতৃবৃন্দ এবং লিও জেলা জেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্লাব হতে প্রতিনিধি এবং লিওবৃন্দ। অনুষ্ঠানের প্রথম পর্বে কেক কেটে আন্তর্জাতিক লিও দিবস উদযাপন করেন এবং ২য় পর্বে লিও জেলা ৩১৫বি৪ এর প্রাক্তন জেলা সভাপতিবৃন্দ এবং উপস্থিত প্রাক্তন লিওদের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন লিও জেলা হতে এবং প্রাক্তন জেলা সভাপতিবৃন্দ একে একে তাদের সময়ের লিওইজমের স্মৃতি তাদের বক্তব্যে তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারতের শক্তিতে দেশে ফিরতে চায় ফ্যাসিবাদী হাসিনা : সাকি
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নিহত