ভারতের শক্তিতে দেশে ফিরতে চায় ফ্যাসিবাদী হাসিনা : সাকি

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ভারতের শক্তিতে দেশে ফিরতে চায় ফ্যাসিবাদী হাসিনা। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গণসংহতি আন্দোলন গাজীপুর কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে এক গণসংলাপে তিনি এ সব কথা বলেন। খবর বাসসের।

গণসংলাপে জোনায়েদ সাকি আরো বলেন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগসহ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক করে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার ও রূপান্তর ঘটাতে হবে। যাতে জনগণ, রাষ্ট্র, সমাজ সবক্ষেত্রে গণক্ষমতায়ন হয়, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা হয়। তিনি গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং সত্যিকারের স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, সকল ষড়যন্ত্র ও উসকানি মোকাবেলা করে জনগণের ঐক্যের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। দেশে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতি আন্দোলনের আর কোনো স্বার্থ নেই। গণসংহতি আন্দোলন দেশের জনগণের পক্ষে লড়াই করছে। আমরা বাংলাদেশের মানুষের মর্যাদা, সামাজিক,অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকারসহ জনগণের সার্বিক মুক্তির জন্য সংগ্রাম করছি। দেশের সর্বস্তরের জনগণের যে আত্মত্যাগ, শিক্ষার্থীদের যে আত্মদান তাকে ধরেই বাংলাদেশকে গড়তে হবে। এই রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করতে ভূমিকা নিতে হবে। ভারতের আধিপত্য আগ্রাসন পুনরায় ফিরতে দেয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে শেষ হল গণিত বিভাগের ৩য় আন্তর্জাতিক কনফারেন্স
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক লিও দিবস উদযাপন ও প্রাক্তন লিও জেলা সভাপতিদের সম্মাননা