খাগড়াছড়িতে নারীকে কুপিয়ে হত্যা ও চুরির ঘটনায় আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি পৌর শহরে ঘরে ঢুকে নারীকে হত্যার ঘটনায় রাসেল নামে একজনকে আটক করেছে পুলিশ। রাসেল পেশায় সিএনজি টেক্সিচালক। গতকাল শুক্রবার সকালে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করে নিহতের স্বামী তপন কান্তি দাশ। মামলা এজাহার সূত্রে জানা যায়, নিহতের ছেলে প্রান্ত দাশ প্রতিবেশী রাসেলের কাছে ধারের টাকা ফেরত চাইলে উভয়ই মধ্যে বিরোধ তৈরি হয়। এর কিছুক্ষণ পরে ঘরে ফিরে মায়ের রক্তাক্ত দেহ দেখতে পায় প্রান্ত দাশ। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে গতকাল শুক্রবার ঘটনার প্রেক্ষিতে প্রেস বিজ্ঞপ্তি দেয় খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুরিকাঘাতে চুমকি রাণী দাশকে হত্যার অভিযোগে জেলা পুলিশ মো. রাসেল (২২) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, হত্যাকাণ্ডের আগে রাসেল চুমকি দাশের সাথে কথা বলতে বাসায় গিয়েছিল। সন্দেহজনক আসামি হিসেবে রাসেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাচ্ছি। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে চুমকি দাশ নামে ঐ নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যার পর ঐ নারীর গলার হার ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় হত্যাকারী।

পূর্ববর্তী নিবন্ধবখরা দিয়ে সেচ সুবিধা নয়, কৃষক নিজেই দিতে চায় মাটির বাঁধ
পরবর্তী নিবন্ধ১৮ কিমি প্রশস্তকরণে পার ১৭ মাস