চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের একান্ত সহযোগী মো. তারেককে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে নগরীর চান্দগাঁও থানার বেপারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. তারেক চান্দগাঁও থানার বেপারী পাড়ার আব্দুর রহমান সওদাগর বাড়ির মৃত মো. ইউসুফের ছেলে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার তারেক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এবং সাবেক কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী। তিনি গত ১৪ নভেম্বর বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি। তাকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।