কলকাতা-আগরতলার দুই কূটনীতিককে ডাকা হলো ঢাকায়

| শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েনে উদ্ভূত পরিস্থিতি বুঝতে আলোচনা করার জন্য কলকাতা ও আগরতলা মিশনের দুই শীর্ষ কূটনীতিককে ঢাকায় ডাকা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র ও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সূত্র থেকে এ তথ্য জানা গেছে। খবর বাংলানিউজের।

সূত্র জানায়, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অ্যাক্টিং ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ আশরাফুল শিকদার ও আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার আরিফ মোহাম্মাদকে ঢাকায় ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কলকাতায় বাংলাদেশ মিশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবারই ঢাকায় চলে গেছেন আশরাফুল শিকদার। যদিও এই বিষয়ে অফিসিয়ালি কেউ কোনো বিবৃতি দেননি। আর পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আরিফ মোহাম্মদও আগামীকাল (শুক্রবার) ঢাকায় আসবেন।

পূর্ববর্তী নিবন্ধভৈরব ঢাকা সিলেট ঘুরে ফের ভৈরবে গিয়ে গ্রেপ্তার চন্দন
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার সঙ্গে ২৮ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক সোমবার