প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে অভিনয়শিল্পী কুসুম সিকদারের পরিচালনার সিনেমাটি।
বিজ্ঞপ্তিতে আইস্ক্রিন জানিয়েছে, সিনেমাটি দেখতে দর্শকের মাত্র ২০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে এই প্ল্যাটফর্মে। গেল ১১ অক্টোবর বেশ কয়েকটি পর্ব এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘শরবের জবা’ সিনেমা। আগামী ১২ ডিসেম্ব মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল ‘শরতের জবা’। এই সিনেমা দিয়ে প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন কুসুম। অভিনয়ের পাশাপাশি সিনেমার চিত্রনাট্য লেখা, পরিচালনা এবং প্রযোজনার দায়িত্ব সবই সামলেছেন কুসুম শিকদার নিজেই। নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। চিত্রনাট্য নিয়ে অভিনেত্রী বলেন, ‘শরতের জবা’ হল সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের সিনেমা। চিত্রনাট্যে ভৌতিক আবহ, রহস্য এবং প্রেম খেলা করেছে। সিনেমায় দেখা গেছে, একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়িয়ে যায় জবার জীবন। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সাথে? এমনই থ্রিলার গল্পে এগিয়েছে সিনেমা।
সিনেমায় দুটি প্রধান নারী চরিত্র আছে। একজন জবা, আরেকজন বেলী। বেলী চরিত্র করেছেন নিদ্রা দে নেহা, আর জবা চরিত্রে কুসুম অভিনয় করেছেন। সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, বড়দা মিঠু, অশোক ব্যাপারী। কুসুমকে বড় পর্দায় শেষ দেখা গেছে ২০১৬ সালে ‘শঙ্খচিল’ সিনেমায়। এরপর ২০১৮ সালে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি।