নগরের চান্দগাঁও থেকে অপহৃত ১৭ বছরের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মিনহাজ মাঈন উদ্দিন কঙবাজারের চকরিয়ার বরইতলী এলাকার বাসিন্দা। গতকাল ভোরে বাঁশখালীর রহমানিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে বলেন, অপহরণের অভিযোগে একটি মামলা হয়েছে। সে মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান চালানো হয়েছে। অভিযানে আমরা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হই। পাশাপাশি ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তর যুবককে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।