প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্রছাত্রী আর শিক্ষক–শিক্ষিকাবৃন্দের সমাগমে অনুষ্ঠিত হয়ে গেল কুইন্স–কমনওয়েলথ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান। পাঁচলাইশস্থ মিডল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর, ড. ইমাম হাসান রেজা। বক্তাগণ ছাত্রছাত্রীদের এ অসামান্য অর্জনে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের সহ–পাঠক্রমিক কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।
১৮৮৩ সাল থেকে রয়েল কমনওয়েলথ সোসাইটির পৃষ্ঠপোষকতায় আয়োজিত কুইন্স–কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা পৃথিবীর প্রাচীনতম স্কুল রচনা প্রতিযোগিতা। প্রতি বছরের ন্যায় এ বছরও প্রতিযোগিতায় স্কুলের মেধাবী ছাত্রছাত্রীরা অংশ নেয় এবং যথারীতি তাদের অর্জনও ছিল ঈর্ষণীয়। ১৯টি স্বর্ণ, ৫১টি রৌপ্য এবং ৯৬টি ব্রোঞ্জসহ মোট ১৬৬টি পদক অর্জন করে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র স্কু্ল উপাধ্যক্ষ ই.ইউ.এম. ইনতেখাব, মিডল স্কুল উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, জুনিয়র স্কুল উপাধ্যক্ষ ফিরোজ আহম্মদ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।