খাগড়াছড়িতে নিরাপদ কৃষি নিয়ে কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

পাহাড়ে প্রকৃতিকে অক্ষত রেখে পরিবেশবান্ধব নিরাপদ চাষাবাদ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে খাগড়াছড়ি সদরস্থ মধ্যবেতছড়ি হিলস্‌ গার্ডেন এন্ড এগ্রো ফার্ম এর সহযোগিতায় নিরাপদ কৃষি বলয় এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ড. মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন,‘ কোন প্রকারের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে প্রকৃতি থেকে আহরিত জৈব উপাদানের মাধ্যমে সার ও জৈব কীটনাশাক প্রয়োগের মাধ্যমে বিষমুক্ত সবজি ও ফল উৎপাদন সম্ভব। এ সময় বিভিন্ন প্রকৃতিবান্ধব সার, স্প্রে প্রস্তুত করা নিয়ে কৃষকদের মাঝে হাতে কলমে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় হিলস্‌ গার্ডেন এন্ড এগ্রো ফার্ম এর পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম বাবু ছাড়াও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। এসময় ৪নং কমলছড়ি ইউনিয়নের ইউপি সদস্য রিপন চাকমা, পরিবেশ কর্মী সুশান্ত চাকমা, জিহাদ আবেদিন, নিরাপদ কৃষি বলয় কর্মী মো.শহিদুল ইসলাম, বেলাল চৌধুরী,মুহাম্মদ মহিউদ্দিন, কিশোর চাকমা মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন। স্থানীয় কৃষকদের উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালায় পরিবেশ প্রকৃতিবান্ধব প্রত্যক্ষ ধারনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআমিলাইষ যুবদলের কর্মী সমাবেশ
পরবর্তী নিবন্ধ১৯ স্বর্ণ, ৫১ রৌপ্যসহ ১৬৬টি পদক অর্জন