আলিফের হত্যাকারীরা যতো ক্ষমতাশালী হোক আইনের বাইরে যেতে পারবে না

লোহাগাড়ায় অ্যাটর্নি জেনারেল

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিল মনে করে প্রতিটি আইনজীবী তাদের সহযোদ্ধা, তাদের সহকর্মী, তাদের ভাই ও তাদের আত্মার আত্মীয়। আলিফ একইভাবে বাংলাদেশের ৭০ হাজার আইনজীবী পরিবারের সদস্য। বাংলাদেশ বার কাউন্সিল সেই পরিবারের সদস্যকে হারিয়ে অত্যন্ত শোকাহত, মর্মাহত। বাংলাদেশ বার কাউন্সিল আপনাদের কাছে, আলিফের জন্মভূমির কাছে, আলিফের বাবার কাছে, আলিফের ভাইদের কাছে, আলিফের সাথে বেড়ে উঠা সাথীদের কাছে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধআলিফের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবোই। আলিফের হত্যাকারী যেই হোক, যতো ক্ষমতাশালী হোক, আইনের আওতার বাইরে যেতে পারবে না বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। ইতোমধ্যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয়, আমরা সেটা করছি। গতকাল বুধবার দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

সনাতনী জাগরণী জোটের এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, তাদের পক্ষে কোনো আইনজীবীকে আদালতে যেতে দেওয়া হচ্ছে না এবং হুমকি দেওয়া হচ্ছে। সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে খুনিরও অধিকার আছে আইনি সহায়তা পাওয়ার। যদি কাউকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে বাধা দেয়া হয়, সেটি আমরা খতিয়ে দেখব। এই সময় তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বার এসোসিয়েশনের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দীন খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা সদরের দরবেশহাট রোডস্থ টেন্ডল পাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাসভবনে গিয়ে তার পিতা জামাল উদ্দিন, মা হোসনে আরা বেগম ও স্ত্রী ইশরাত জাহানসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করে সহানুভূতি প্রকাশ করেন। এই সময় পরিবারের সদস্যদের হাতে মোট ১১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ সব শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতনবিরোধী শপথপাঠ
পরবর্তী নিবন্ধজাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী