দীঘিনালায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা, অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ করেছে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। গতকাল বুধবার উপজেলা কৃষি অফিসে ১১শ কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়। এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ ও ২০কেজি সার দেয়া হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা মো.শাহাদাত হোসেন জানান, সামপ্রতিক বন্যায় দীঘিনালায় অন্তত ৩ হাজার ২শ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৪শ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।এপর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৮শ কৃষককে সরকারিভাবে সহায়তা দেয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। চলতি মৌসুমে চার দফা বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতে বছরে ১২০ কোটি ডলার সাশ্রয় সম্ভব, দাবি গবেষণা সংস্থার
পরবর্তী নিবন্ধইসলাম একমাত্র শোষণমুক্ত সমাজ গঠন করতে পারে