খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা, অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ করেছে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর। গতকাল বুধবার উপজেলা কৃষি অফিসে ১১শ কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়। এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ ও ২০কেজি সার দেয়া হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা মো.শাহাদাত হোসেন জানান, সামপ্রতিক বন্যায় দীঘিনালায় অন্তত ৩ হাজার ২শ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৪শ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।এপর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৮শ কৃষককে সরকারিভাবে সহায়তা দেয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। চলতি মৌসুমে চার দফা বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।