টেকনাফে দুই কৃষককে অপহরণ, উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ ২

সন্দেহভাজন দুইজনকে আটক

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ফাঁকা গুলি ছুঁড়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করেছে অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা। এ সময় সোহেল, কায়সার উদ্দিন ও মো. সাকিব নামে তিনজন গুলিবিদ্ধ হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃতরা হলেনহোয়াইক্যং কম্বনিয়া পাড়ার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন ও ভুলু মিয়ার ছেলে জহির।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে ডাকাত দল তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। অপহরণের সঙ্গে জড়িত উল্লেখ করে দুজনকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃতদের উদ্ধার এবং ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধআলিফ হত্যা ও তাণ্ডবে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবিতে তিন ক্যাম্পাসে তালা