তুমি আমার

গোফরান উদ্দীন টিটু | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৬ পূর্বাহ্ণ

ঘুম ভাঙলে বুকের কাছে

খুঁজি তোমায় খুব

তুমি আমার ভালোবাসায়

দাও গো মেয়ে ডুব।

এ জীবনে একটু যদি

প্রেমের পরশ পাই

তোমায় নিয়ে সঙ্গোপনে

বৃন্দাবনে যাই।

ওগো মেয়ে একটু হাসো

মুছে চোখের জল

আমি তোমায় ভালোবাসি

ওহে নীলোৎপল।

নীলনয়না ভুলোমনা

কাছে আস আরও

চল দুজন ভালোবেসে

জীবনে হই গাঢ়।

পূর্ববর্তী নিবন্ধঅবগুণ্ঠনের মায়ায়
পরবর্তী নিবন্ধনিখোঁজ কবি