স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় : জামায়াতের আমির

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা সবাই এক জায়গায় ঐকমত্য হয়েছি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়, এ ক্ষেত্রে আমরা জমাটবাঁধা সিমেন্টের মতো। গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।

জামায়াতের আমির বলেন, পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী। তাদের সঙ্গে আমরা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের ভূমিকা উস্কানিমূলক, অসহিংস। তারা মিথ্যা তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য, এ দেশের জনগণ ও সরকারকে ব্যর্থ করার জন্য অপপ্রয়াস ও অপপ্রচার চালাচ্ছে। আমরা সবাই সম্মিলিতভাবে এর নিন্দা জানিয়েছি। আমরা আশা করছি, জাতীয় ঐক্যবদ্ধভাবে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে, আমরা চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে যাব। চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত আমাদের ঐক্য অটুট থাকবে। চূড়ান্ত সফলতা আসার পরও দেশের জন্য আমাদের অটুট ঐক্য অব্যাহত থাকবে।

এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে বাংলাদেশকে নিয়ে ভারতের সাম্প্রতিক অপপ্রচার ও নাক গলানোর নিন্দা জানায় রাজনৈতিক দলগুলো। একইসঙ্গে সব ধরনের উস্কানি ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করে।

পূর্ববর্তী নিবন্ধদুই মামলায় ১২ আসামি ৬ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে দুর্বল-নতজানু ভাবার অবকাশ নেই : আইন উপদেষ্টা