চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থেকে অপহৃত ১৪ বছরের একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত তিনটার দিকে কুমিল্লার নাঙ্গলকোট থানার মাঝি পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করা হয়।
আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন – কুমিল্লা নাঙ্গলকোট এলাকার মোঃ ফয়সাল উদ্দিন নাঈম (২১) এবং মোঃ রিফাত (২২)। তারা বর্তমানে চকবাজার চট্টগ্রাম কলেজের হোস্টেল গেট এলাকায় বসবাস করে।
উদ্ধারকৃত শিশু ফাহমিদা আক্তার লামিয়া কুমিল্লার নাঙ্গলকোট এলাকার লোকমান আলীর ছেলে। বর্তমানে নগরীর চান্দগাঁও থানাধীন মৌলভী বাজার মধ্যম মোহরা এলাকায় পরিবারের সাথে বসবাস করেন লামিয়া।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানার অপহরণ মামলার দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবং অপহৃত শিশুটি উদ্ধার করা হয়েছে।