Home আজকের পত্রিকা দ্বিতীয় পাতা যৌথ বাহিনীর হাতে আটকের পর কারাগারে জানে আলম

যৌথ বাহিনীর হাতে আটকের পর কারাগারে জানে আলম

0
যৌথ বাহিনীর হাতে আটকের পর কারাগারে জানে আলম

যৌথ বাহিনীর হাতে আটকের পর রাউজানের যুবদল নেতা জানে আলমকে কারাগারে পাঠানো হয়েছে। রাউজান থানা পুলিশ গতকাল তাকে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন। এর আগে যৌথ বাহিনী গত সোমবার চট্টগ্রামের চেরাগি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাউজান থানায় হস্তান্তর করেছিল।

জানা যায়, পাঁচ আগস্টের পর থেকে জানে আলমকে একাধিকবার অস্ত্র হাতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে। একটি ভিডিওতে জানে আলম তার কোমর থেকে অস্ত্র বের করে প্রতিপক্ষের গ্রুপের নেতৃত্বদানকারী একজনের দিকে তেড়ে যাওয়ার দৃশ্যও ছিল।

জানে আলম শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই। ফজল বর্তমানে সৌদি আরবে থাকেন। জানে আলম নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুহ রক্ষিত পাড়ার আবদুল ছালামের ছেলে। গত আওয়ামী লীগ সরকার আমলে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন তিনি। রাউজান থানার ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, জানে আলমকে মঙ্গলবার (গতকাল) আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে চারটি মামলার তথ্য পাওয়া গেছে। কয়েকটি মামলায় তার জামিন রয়েছে।